জাতীয় সংসদ নির্বাচনে বিধি বহির্ভূতভাবে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় আপত্তিকর বক্তব্য দেয়ায় সিরাজগঞ্জের পৌর মেয়র সাজ্জাদুল হক রেজাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। রোববার সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য শাহজাদপুর সিনিয়র সহকারী জজ মো. সোহেল রানা এ নোটিশ দেন। ওই আদালতের সেরেস্তাদার আম্রিুল মোমেনিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি সাংবাদিকদের জানান, নোটিশে বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজার উদ্দেশে বলা হয়েছে, আপনি বিধি বহির্ভূতভাবে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাসের পক্ষে প্রচারকালে দেয়া এক বক্তব্যে বলেছেন, সেই টোকাই বাহিনীকে ১৮ তারিখের পর মাটির তলে পিষিয়ে দেব, আব্দুল মমিন মন্ডলের একটা চামচাও ভোট গণনার আগে এ উপজেলায় থাকতে পারবে না। আপনার এ বক্তব্যটি সামাজিক যোগাযোগের মাধ্যমে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে পৌঁছায়। এমন কর্মকান্ড নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। অতএব আপনার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না, সে মর্মে আগামী ১৪ ডিসেম্বর সকাল ১১টায় নিজে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হলো।